শিরোনাম
Home / অপরাধ / ঢাকায় ‘পরকীয়ার বলি’ ছয় মাসের শিশু, প্রেমিকসহ গ্রেপ্তার মা

ঢাকায় ‘পরকীয়ার বলি’ ছয় মাসের শিশু, প্রেমিকসহ গ্রেপ্তার মা

ঘোষণা ডেস্ক :ঢাকার দিয়াবাড়ি থেকে ছয় মাসের এক শিশুর লাশ উদ্ধারের প্রায় এক মাস পর পুলিশ বলছে, ‘মায়ের পরকীয়া প্রেমের বলি হয়েছে সে’।

হত্যাকাণ্ডের তদন্তে নেমে শুক্রবার(৩ জানুয়ারি) রাতে ঢাকার পল্লবী থেকে শিশুটির মা মোসা. ফাতেমা বেগম ও তার প্রেমিক মো. জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফাতেমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর কবির বলেন, একই পোশাক কারখানায় কাজ করতে গিয়ে তার সঙ্গে জাফরের সর্ম্পক গড়ে উঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের কারণে তিনি বাসার বাইরে থাকতেন। সেই সুযোগে বাসায় আসা-যাওয়া করতেন জাফর।ঘটনার বর্ণনায় এ পুলিশ কর্মকর্তা বলেন, গত ৫ ডিসেম্বর রাত ৮টার দিকে জাফর ফাতেমার বাসায় যান। শিশুটি কান্নাকাটি করলে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করা হয়। পরে বালিশ চাপা দেওয়ার পাশাপাশি গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

“এরপর বিছানার চাদর দিয়ে মরদেহ মুড়িয়ে শপিং ব্যাগে করে মেট্রোরেলের একটি পিলারের কাছে ফেলে আসে জাফর,” যোগ করেন তিনি।

মেট্রোরেলের ১২৪ নম্বর পিলার সংলগ্ন লেকপাড় থেকে ঘটনার পরদিন ৬ ডিসেম্বর বিকালে লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতদের আসামি করে মামলা হয় পল্লবী থানায়।

সহকারী কমিশনার জাহাঙ্গীর বলেন, গ্রেপ্তার ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের হেফাজতে নেওয়া হয়েছে।

Check Also

যেভাবে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ

ঘোষণা ডেস্ক :চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। কথায় কথায় গুলি ছোড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *