শিরোনাম
Home / সারাদেশ / গণমাধ্যমে ওয়েজ বোর্ড বন্ধ করে দেওয়া উচিত: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

গণমাধ্যমে ওয়েজ বোর্ড বন্ধ করে দেওয়া উচিত: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ঘোষণা ডেস্ক :গণমাধ্যমে ওয়েজ বোর্ড বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘গণমাধ্যমে অর্থনৈতিক মডেলের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওয়েজ বোর্ডের সিস্টেমটা বন্ধ করে দেওয়া উচিত; বরং গণমাধ্যমে ন্যূনতম বেতনকাঠামো ঠিক করে দেওয়া উচিত।’

রোববার(২২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

প্রেস সচিব বলেন, ‘গত ১৫ বছর বাংলাদেশের মিডিয়া জনগণের কথা বলেনি। অনেক ক্ষেত্রে তারা তাঁবেদারি করেছে। গণমাধ্যম কমিশন করা হয়েছে। এই কমিশন যেন সবার কথা শুনে ভালো একটা রিপোর্ট করে, যাতে গণমাধ্যম নিজের পায়ে দাঁড়াতে পারে, যেন ভয়ভীতির পরিবেশ ছাড়া সে রিপোর্টগুলো করতে পারে, এই সেক্টরে যারা কাজ করে—তাদের অধিকার যেন সুরক্ষিত হয়।’

সংলাপে আরো বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) চেয়ার মুনিরা খান, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল প্রমুখ।

Check Also

গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার

ঘোষণা ডেস্ক : পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন! গোয়েন্দা সংস্থার হাতে এসেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *