শিরোনাম
Home / জাতীয় / রাজনীতিবিদরা ৫৩ বছরে সংস্কার করলেন না কেন প্রশ্ন উপদেষ্টা রিজওয়ানার

রাজনীতিবিদরা ৫৩ বছরে সংস্কার করলেন না কেন প্রশ্ন উপদেষ্টা রিজওয়ানার

ঘোষণা ডেস্ক :রাজনীতিবিদরা ৫৩ বছরে সংস্কার করলেন না কেন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। তিনি বলেন, রাষ্ট্র যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন, তাহলে গত ৫৩ বছর তারা কি করেছেন? ৫৩ বছরে কেন সংস্কার করলেন না? রাজনীতিবিদরাই যদি রাষ্ট্র সংস্কার করতে পারেন, তাহলে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতে হতো না।

এ সময় ‍তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।

গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ অনুষ্ঠানে পরিবেশ শুক্রবার(১৩ ডিসেম্বর) সকালে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশ করা হবে।

ভারতের সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের আকাশে যে কালো মেঘ এসেছিল, দুই দেশের বৃহত্তর স্বার্থে সে কালো মেঘ সরাতে হয়েছে।

Check Also

পাচারের অর্থে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান  পেয়েছে এনবিআর

ঘোষণা ডেস্ক :বাংলাদেশ থেকে অর্থপাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার …