শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ বাসের যাত্রী গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ বাসের যাত্রী গ্রেফতার

ঘোষণা ডেস্ক :চট্টগ্রামের কর্ণফুলীর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কর্ণফুলীর শাহ আমানত সেতু টোল প্লাজার সামনে থেকে এসব মাদক জব্দ করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) র‌্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রুহুল কাদের (৪৪)। তিনি কক্সবাজার সদরের কুতুবদিয়া পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‍্যাব- ৭ জানায় টোল প্লাজা এলাকার চেকপোস্ট বসিয়ে স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় এক যাত্রী পালানোর সময় তাকে ধাওয়া করে তার কাছে থাকা ট্রাভেল ব্যাগ হতে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও আসামিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।

Check Also

যেভাবে নিয়ম করে দিয়েছি সেভাবে ব্যবসা করেন: হকারদের মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : যানজট কমাতে চট্টগ্রাম সিটিতে হকারদের শৃঙ্খলায় আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *