শিরোনাম
Home / জাতীয় / বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: বিক্রম মিশ্রি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: বিক্রম মিশ্রি

ঘোষণা ডেস্ক :বাংলাদেশের সঙ্গে অতীতের মত ভবিষ্যতেও ভারত ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে তার দেশের অবস্থান তুলে ধরেছেন ঢাকা সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার(৯ ডিসেম্বর) বিকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

তিনি বলেন, ”আমরা অতীতে যেমন দেখেছি এবং ভবিষ্যতেও তেমনই দেখতে চাই। এই সম্পর্ককে আমরা সবসময় জনগণকেন্দ্রিক এবং জনগণের ভিত্তিতে সম্পর্ক হিসেবে মনে করি।”

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপড়েনের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছার পর বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে দ্বিপক্ষীয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যোগ দেন বিক্রম মিশ্রি।

পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে মন্ত্রণালয়ে আসেন।

Check Also

বয়স ১৬ হলেই পাওয়া যাবে এনআইডি

ঘোষণা ডেস্ক :১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন …