শিরোনাম
Home / সারাদেশ / প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান উপদেষ্টা আসিফের

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান উপদেষ্টা আসিফের

ঘোষণা ডেস্ক :প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এ ব্যাপারে, তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩ মাস শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সব রাজনৈতিক দলকে ২৪’র চেতনা ধারণের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

এ সময় তিনি সংস্কার কার্যক্রমে সবার সহযোগিতার আহ্বানও জানান। জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেয়া যাবে না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কর্মকর্তা থেকে কেরানি বেশিরভাগই ফ্যাসিবাদের দোসর ছিলে। তাই রাজনৈতিক দলগুলোকে এই বিষয়গুলো মনে রাখতে হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তারা একটি সুষ্ঠু রাষ্ট্রকাঠামো তৈরির জন্যই ত্যাগ স্বীকার করেছেন।

Check Also

মূলত কোর্ট ম্যারেজ আইনত স্বীকৃত বিয়ে নয়: বকশিগঞ্জের ইউএনও

ঘোষণা ডেস্ক :বাল্যবিয়ে রোধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *