শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের বাকলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ৭

চট্টগ্রামের বাকলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডের সৈয়দ শাহ এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিএনপির দুটি গ্রুপ দুই পক্ষে অবস্থান নিলে সেটা দলীয় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।

এই ঘটনায় পথচারীসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে জড়িত লোকজন পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, জায়গা-জমি নিয়ে বাকলিয়া থানার সৈয়দ শাহ এলাকায় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে স্থানীয় পেশকার বাড়ির সজিব, দিদার ও বেলাল নামে তিন জনের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

তিনি বলেন, সংঘর্ষে বিএনপির দুটি গ্রুপ দুটি পক্ষে অবস্থান নেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গেলে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিএনপির লোকজন পক্ষাবলম্বন করলেও কে কার গ্রুপের সেটা জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে এক পক্ষ আরেক পক্ষের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে পথচারীসহ ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Check Also

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ বাসের যাত্রী গ্রেফতার

ঘোষণা ডেস্ক :চট্টগ্রামের কর্ণফুলীর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক বাসযাত্রীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *