শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের চান্দগাঁওয়ে আবাসিক হোটেলে নারীকে হত্যা: আসামি কারাগারে

চট্টগ্রামের চান্দগাঁওয়ে আবাসিক হোটেলে নারীকে হত্যা: আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে মহানগরের বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেলে এক নারীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার(৭ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে আসামি ফরহাদ হোসেন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এরপর আদালত তাকে হাজতে পাঠিয়েছেন।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গত ১৯ অক্টোবর স্বামী-স্ত্রী পরিচয়ে বহদ্দারহাট এলাকার গুলজার হোটেলে উঠেছিলেন ফরহাদ হোসেন ও বিবি কুলসুম। তারা একদিনের জন্য একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। পরদিন রুমের ভেতরে বাথরুমে কুলসুমের মরদেহ পাওয়া যায়। সে সময় তার হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো ছিল।

এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী বলেন, ভিকটিমের বাবার করা মামলায় আমরা সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করি। তারপর এরপর সিআইডির একটি বিশেষ টিমের সহায়তায় আমরা আসামী ফরহাদ হোসেনকে খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করি।

ওসি তদন্ত সবেদ আলী আরো জানান, নিহত নারীর বিবি কুলসুম (৩৪)। সে বিবাহিত। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর মির্জানগরে।

Check Also

চট্টগ্রামকে ক্লিন সিটি গড়ার বাধা দূর করতে অভিযান শুরু

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীকে ক্লিন সিটি হিসেবে গড়তে বড় বাধা হিসাবে চিহ্নিত করা হয় ময়লা-আবর্জনাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *