
ঘোষণা ডেস্ক :সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ফ্যাসিষ্ট সরকারের কারও সঙ্গে অন্তর্বর্তী সরকার কাজ করতে চায় না। বর্তমান সরকার সায়মা ওয়াজেদ পুতুলকে বাদ দিয়ে সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে কাজ করতে চায়। এ বিষয়ে সংস্থাটির কাছে চিঠিও দেওয়া হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি (বন্দি বিনিময়) আছে। এই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কাজ চলছে। দোষী প্রমাণিত হলে তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে।’
রাজনৈতিক দল নিষিদ্ধ ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা রাজনৈতিক সরকার নই। তাই কোনো দল নিষিদ্ধ বা তাদের কার্যক্রম রহিত করা হবে কি না, সে বিষয়ে বর্তমান সরকার সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে। অপরাধের বিষয়গুলো তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। আগামী দুই-এক দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির গেজেট প্রকাশ হবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে অফিস খোলার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ বিষয়ে জাতিসংঘ স্বাধীনভাবে কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পান।