শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে যুবলীগ নেতার লোমহর্ষক কান্ড : স্ত্রীকে হত্যার পর মাকে হত্যার ভয় দেখিয়ে জিম্মি

চট্টগ্রামে যুবলীগ নেতার লোমহর্ষক কান্ড : স্ত্রীকে হত্যার পর মাকে হত্যার ভয় দেখিয়ে জিম্মি

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে বিউটি আক্তার (৩০) নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্ত্রীকে খুনের পর নিজের মাকে হত্যার ভয় দেখিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা ছুরি ধরে জিম্মি করে রাখেন।

ওই এলাকার জমির উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন। তিনি স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত জমির উদ্দিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কী কারণে স্ত্রীকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহান বলেন, সন্ধ্যা ৬টার দিকে স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এরপর সে তার মাকে ছুরি ধরে ঘরের একটি কক্ষে জিম্মি করে রাখে। প্রায় সাড়ে তিন ঘণ্টা তার মাকে ছুরি ধরে জিম্মি করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নানা কৌশলে প্রথমে জিম্মি মাকে উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়। নিহতের স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Check Also

চট্টগ্রামে ইয়াবা বেচা-কেনায় কারারক্ষী!

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. শাহাব উদ্দিন (২৮) ও তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *