শিরোনাম
Home / অপরাধ / আলোচিত সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন চট্টগ্রামে গ্রেফতার

আলোচিত সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন চট্টগ্রামে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদকে বিকেলে খুলশী এলাকা থেকে আটক করা হয়েছে।

আলোচিত সাবেক এই সচিবকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রিকুইজিশনে আটক করা হয়েছে বলে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এখন তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদের রোষাণলে পড়ে চাকরিচ্যুত হয়েছিল আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন। অভিযোগ রয়েছে, ফ্যাসিবাদী সরকারের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী এই হেলাল উদ্দিনসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকে মামলা করেছিল সে সময়কার আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিবালয়ে ছিলেন তিনি। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ওই মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হিসেবে অবসরে যান তিনি।

Check Also

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, চাক্তাইয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম নগরের চারটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *