শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের চান্দগাঁওয়ে হোটেল থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে হোটেল থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটের ‘হোটেল গুলজার’ নামের আবাসিক হোটেল থেকে হাত-পা বাঁধা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে  হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীর নাম লিপি আক্তার নামে হোটেলের রেজিস্ট্রারে উল্লেখ করা হয়েছে। তিনি ‘স্বামী’ পরিচয়ে ফরহাদ নামে এক তরুণের সঙ্গে ওই হোটেলে ওঠেন।

হোটেলের এক কর্মীসূত্রে জানা যায়, লিপি এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন পুরুষ সঙ্গীর সাথে হোটেলে এসেছিলেন এবং তাকে পেশাদার যৌনকর্মী হিসেবে চিহ্নিত করা হয়।

স্থানীয় এবং প্রশাসন সূত্রে জানা যায়, এই হোটেল একটি যৌনকর্ম পরিচালনার নিরাপদ মাধ্যম হিসেবে পরিচিত। পূর্বে প্রশাসন বহুবার অভিযান চালিয়ে অসংখ্য নারী-পুরুষকে আটক করলেও থেমে থাকেনি হোটেল কর্তৃপক্ষের এই অসামাজিক কার্যকলাপ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, গতকাল (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের কক্ষ ভাড়া নেন লিপি ও ফরহাদ। ধারণা করা হচ্ছে ওই রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ে ওই তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফরহাদ পালিয়েছে। লাশটি কক্ষের বাথরুমে পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচানো ছিল এবং পেছনে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

Check Also

আ.লীগের শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি খুন

ঘোষণা ডেস্ক :বাংলাদেশের ছাত্র-জনতার প্রতিবাদ ও আন্দোলনের পতিত শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে দেশে ১৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *