শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান

চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন ফরিদা খানম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে যোগদান করেন তিনি। তাঁর যোগদানে প্রথমবারের মত নারী ডিসি পেলো চট্টগ্রাম।

জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথক পরিচিতি ও সংক্ষিপ্ত সভা করেন তিনি। পরবর্তীতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যে বিশ্বাস ও আস্থা নিয়ে উর্ধ্বত্বন কর্তৃপক্ষ তাকে নিয়োগ দিয়েছে তা সততা ও নিষ্ঠা এবং সর্বোচ্চ ন্যায়-নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে চট্ট্রগ্রামকে আধুনিক জেলায় রুপান্তর করতে চান। এছাড়া দুর্নীতিযুক্ত সেক্টর গুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দূর্নীতি’র মূলউৎপাটন করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান নবনিযুক্ত জেলা প্রশাসক।

জানা গছে, নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ২৫তম বিসিএস (প্রশাসন) একজন কর্মকর্তা। তিনি গত ২০০৬ সালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রথম যোগদান করে কর্মজীবন শুরু করেন। এরপর রংপুর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, নরসিংদী জেলার পলাশ উপজেলা, সদর উপজেলা ও শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন ফরিদা খানম। এর পর টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, ফেনী জেলার দাগনভূঞাঁ উপজেলা ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এই কর্মকর্তা।

এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রেষণে উপপরিচালক (ম্যাজিস্ট্রেট), বাংলাদেশ ট্যারিফ কমিশনে উপপ্রধান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদা খানম। চট্টগ্রাম জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত ছিলেন। শিক্ষাজীবনে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ফরিদা খানমকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়।

Check Also

কর্ণফুলীর তীরে মিললো স্কুলছাত্রের মরদেহ, ৪ সহপাঠী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে রাহাত ইসলাম (১২) …