শিরোনাম
Home / চট্টগ্রাম / সিএমপির নতুন কমিশনার হাসিব আজিজ

সিএমপির নতুন কমিশনার হাসিব আজিজ

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসিব আজিজ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রামে বদলি করা হয়।

হাসিব আজিজ সবশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট পদে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি আর্মড ব্যাটালিয়ন পুলিশে দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০২২ সালে তিনি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।ৎ

হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি শরীয়তপুর জেলার সফিপুর থানা এলাকায়। তার বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ছিলেন।

Check Also

কর্ণফুলীর তীরে মিললো স্কুলছাত্রের মরদেহ, ৪ সহপাঠী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে রাহাত ইসলাম (১২) …