শিরোনাম
Home / সারাদেশ / সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ

সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ

ঘোষণা ডেস্ক :সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।রোববার(১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, ‘সরকারি কর্মচারীদের নিয়মিত তাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে।’

তিনি আরও বলেছিলেন, ‘আমাদের উপদেষ্টারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। সব সরকারি চাকরিজীবীদের জন্য নিয়মিত সম্পদ প্রকাশ বাধ্যতামূলক করা হবে।’

Check Also

যৌথ বাহিনীর অভিযান : ২৬ দিনে সারাদেশে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

ঘোষণা ডেস্ক : অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে ২৬ দিনে সারা দেশে ২৪৩টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *