শিরোনাম
Home / আদালত / সন্তান নিয়ে বছরে ২ বার আসতে হবে জাপানি মাকে: আপিল বিভাগ

সন্তান নিয়ে বছরে ২ বার আসতে হবে জাপানি মাকে: আপিল বিভাগ

ঘোষণা ডেস্ক :জাপানি মা নাকানো এরিকোকে জাপানে থাকা শিশু জেসমিন মালিকাকে নিয়ে বছরে দুইবার এসে কমপক্ষে পাঁচ দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। তবে নাকানো এরিকোর বাংলাদেশে আসা-যাওয়ার ও থাকার সব খরচ বাংলাদেশি বাবা ইমরান শরীফকে বহন করতে হবে।

বাংলাদেশে অবস্থানকালীন সময়ে প্রতিদিন শিশু জেসমিন মালিকাকে তার বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে হবে। একইভাবে বাংলাদেশে বাবার কাছে থাকা শিশু লাইনা লিনাকে মা নাকানো এরিকোর সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে হবে। পাশাপাশি জাপানে থাকা দুই শিশু ও বাংলাদেশে থাকা এক শিশু, তাদের এই ৩ বোনকে সপ্তাহে একদিন ভিডিও কলে গল্প করার সুযোগ দিতে হবে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উভয়পক্ষকে লিভ টু আপিলের অনুমতি দিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ সময় সর্বোচ্চ আদালত বলেছেন, দুই পক্ষই বাচ্চাদের নিয়ে দেশের বাইরে যেতে পারবে তবে স্থায়ীভাবে বাংলাদেশ ও জাপানের বাইরে থাকতে পারবে না।

আদালতে নাকানো এরিকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রাশনা ইমাম।

Check Also

চট্টগ্রামে আইনজীবী খুনের মামলায় চন্দন-রিপন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় প্রধান আসামিসহ ২ জনের রিমান্ড মঞ্জুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *