শিরোনাম
Home / চট্টগ্রাম / কোন ওসি দায়িত্বে অবহেলা করলে ছাড় নেই- সিএমপি কমিশনার

কোন ওসি দায়িত্বে অবহেলা করলে ছাড় নেই- সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক :প্রটোকল ছাড়াই নগরের বিভিন্ন থানা পরির্দশনে যাওয়ার কথা জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. সাইফুল আলম বলেছেন, পেশাগত দায়িত্ব পালনে গাফিলতি থাকলে কোনো পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হবে না। কোনো থানার ওসি আমার আত্মীয় নয়, কাজের অসঙ্গতি হলেই তাদেরকে জবাব দিতে হবে। আমি দুষ্টু গরু রাখব না, শূন্য গোয়াল রাখব।’

সোমবার (৮ জুলাই) সকালে সিএমপির সদর দপ্তর মাল্টিপারপাস শেডে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। পরিবহনে পুলিশের চাঁদাবাজি প্রসঙ্গে সিএমপির শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংস্থা নেবে না। এসবের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব।’

ফেসবুকে শিশু নিখোঁজের তথ্য প্রচারের বিষয়টি নিছক গুজব দাবি করে তিনি বলেন, অনেকে প্রেম করে বাড়ি ছেড়ে যাচ্ছে, আবার কেউ মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছে, অনেকে পরিবারের সঙ্গে অভিমান করে পালিয়ে যাচ্ছে, তাদের অধিকাংশই আবার ঘরে ফিরে এসেছে। অভিভাবকদের বলব, যাতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে তার ছেলে কোথায়, কী কারণে গেছে— এসব বিষয়ে নজর রাখা দরকার।

পুলিশ কমিশনার মো. সাইফুল আলম সাংবাদিকদের বলেন, ‘আমি চট্টগ্রামকে ভালো করেই চিনি। এখানে আমি আগেও কর্মরত ছিলাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন। সিএমপি আপনাদের সঙ্গে আছে। এখানকার অপরাধীরা আমার বন্ধু বা আত্মীয় নয়। সুতরাং তাদেরকে আইনের আওতায় আনা সময়ের ব্যাপার।’

Check Also

চান্দগাঁওয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *