শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের আছাদগঞ্জ কলাবাগান বস্তি দখলে নিতে ব্যাপক ভাংচুর- লুটপাট

চট্টগ্রামের আছাদগঞ্জ কলাবাগান বস্তি দখলে নিতে ব্যাপক ভাংচুর- লুটপাট

বিশেষ প্রতিনিধি :চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ৩৪ নং ওয়ার্ড আছাদগঞ্জের শুটকিপট্টি ২২৮ নং কলাবাগান বস্তি দখলে নিতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুন) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। এতে ১০টি বসতগৃহ ভেঙ্গে তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। লুটপাটের পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়া এক শিশুসহ ৪-৫ জন আহত হয়।

হামলাকারীদের নিকট থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের একাংশ

জানা যায়, একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু, সন্ত্রাসী ও বহু মামলার আসামী মৃত আব্দুল মান্নানের ছেলে সরোয়ার প্রকাশ হাতকাটা সরোয়ার (৫০) এর নেতৃত্বে তার ভাই ছিদ্দিক, ছেলে শোয়েব, ভাতিজা পুলিশের কথিত সোর্স মুন্নাসহ প্রায় ৩ শতাধিক সন্ত্রাসী নারী-পুরুষ হামলা ও লুটপাটে অংশ নেয়। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে ৩-৪ জনকে আটকপূর্বক দখলকাজে ব্যবহৃত একটি পিক-আপসহ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করে।

বেলা ১১ টার দিকে সরেজমিনে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। এসময় সন্ত্রাসী সরোয়ার লুকিয়ে থাকা একটি ভবন থেকে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত হয়। এসময় সরোয়ার গ্রুপ ও বস্তিবাসীরা মুখোমুখি অবস্থান নিলে পুনরায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সরোয়ারসহ অন্যান্য আহতরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।

ভুক্তভোগীরা জানায়, তারা সবাই যখন গভীর ঘুমে ছিলো তখন কিছু বুঝে ওঠার আগেই শতশত সন্ত্রাসী চারদিকে ঘিরে শুধু ভাংচুর করছে। আলমিরা ভেঙে লুটপাট করছে। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং নিজেদের নিরাপত্তা দাবি করেন।

এলাকাবাসী জানায়, অসহায় বস্তিবাসীরা সরকারী খাস জায়গায় দীর্ঘ ৭০-৮০ বছর যাবত বসবাস করে আসছে। কিন্তু সন্ত্রাসী সরোয়ার ১মাস আগে থেকে তাদেরকে বস্তি ছাড়ার হুমকি দিয়ে আসছিলো। বস্তি না ছাড়ায় রাতের অন্ধকারে এই জঘন্য ঘটনা ঘটায়। এই ন্যাক্কারজনক ঘটনায় আমিন শরীফ, ফয়সাল, পপি, সেমু আক্তার, রাসেল, হোসনে আরা, সুমন, মফিজ, শাহজাদা এবং ফরিদুল আমিন গৃহহীন হয়েছে। আরেকটা ঝুপড়ি তৈরি করার সম্বল তাদের নেই।

একটি সূত্র জানায়, একটি প্রভাবশালী চক্রের হয়ে সরোয়ার ৩০ লক্ষ টাকার বিনিময়ে এই বস্তি দখলে নিয়ে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। পরে সন্ত্রাসীদের ভাড়া করে গভীররাতে দখলচেষ্টা চালায়।

এই ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এসএম ওবায়েদুল হক বলেন, ঘটনার ব্যাপারে কোন পক্ষ অভিযোগ দেয়নি। তবে ঘটনার পর যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব হচ্ছে, বিভিন্ন টিম মাঠে কাজ করছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

Check Also

এই সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা প্রেস বন্ধ করেনি- প্রেস সচিব

ঘোষণা ডেস্ক :প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা …