শিরোনাম
Home / সারাদেশ / সাংবাদিকদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে : আইজিপি

সাংবাদিকদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে : আইজিপি

ঘোষণা ডেস্ক :পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝির বিরোধ আলোচনার মাধ্যমে অবসান ঘটবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ বুধবার (২৬ জুন) খুলনা সফরের দ্বিতীয় দিন দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে বিভিন্ন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠক হয়েছে। আশা করি যেকোনো ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমেই নিরসন হবে।

বেনজীর আহমেদসহ অন্য পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে আইজিপি বলেন, ‘যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ পুলিশ সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিষয়টি তদন্তনাধীন রয়েছে তাই এই বিষয়ে কিছুই বলতে চাই না।’

পরিমণি কাণ্ডে সাকলাইনের বিষয়ে আইজিপি বলেন, ‘যে অভিযোগ ছিল সেটি প্রমাণ হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়ার নীতিতে আমরা বিশ্বাস করি না।

আইজিপি বয়রা এলাকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের চারতলা অস্ত্রাগার ভবন, ছয়তলা মাল্টিপারপাস ভবন, ৬০০ কেভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস সেট উদ্বোধন করেন।

এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক, খুলনার রেঞ্জ ডিআইজি মইনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে নামলে পত্রিকা বন্ধ: প্রেস সচিব

ঘোষণা ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা চাই প্রত্যেক সাংবাদিক যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *