শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রামে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় মাদক বিরোধী অভিযানে একটি ফ্ল্যাট বাসা থেকে ৭৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট- সহ আলমগীর নামেন এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন খরমাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বুধবার ১২ জুন ২টায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন খরমাপাড়া এলাকায় প্রাবাসী টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আলমগীর (৪২), পিতা-মৃত ইউনুস, সাং-চাপাতলী থানা-আনোয়ারা,জেলা-চট্টগ্রামকে আটক করে। আটককৃত আসামির দেখানো ফ্ল্যাটের বেডরুম সংলগ্ন বেলকুনিতে থাকা একটি বালতির ভিতরে বিশেষ কৌশলে রাখা ৭৮৩০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার-সহ তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য(ইয়াবা) কক্সবাজার হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধমে আদালতে সোপর্দ  করা হয়েছে।

Check Also

ভারতে গ্রেপ্তার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

ঘোষণা ডেস্ক : অবৈধভাবে অনুপ্রবেশসহ একাধিক অভিযোগে অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ ৫ আওয়ামী লীগ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *