শিরোনাম
Home / প্রেস বিজ্ঞপ্তি / আইনজীবী-চিকিৎসকের মতো সাংবাদিকদেরও প্রেস কাউন্সিল সনদ লাগবে

আইনজীবী-চিকিৎসকের মতো সাংবাদিকদেরও প্রেস কাউন্সিল সনদ লাগবে

ঘোষণা ডেস্ক :উকিলদের বার কাউন্সিল সনদ, চিকিৎসকদের বিএমডিসি সনদের মতো সাংবাদিকদেরও প্রেস কাউন্সিল সনদ লাগবে। সর্বনিম্ন স্নাতক পাসের সনদে প্রেস কাউন্সিলের এ সার্টিফিকেট মিলবে।

সোমবার (১০ জুন) কক্সবাজারে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকতা করতে হলে ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে। তবে যারা দীর্ঘদিন সাংবাদিকতায় আছেন তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিল রেখে প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, দেশে ভুয়া সাংবাদিক বেড়েছে। এসবের দৌরাত্ম্য থেকে রক্ষা পেতে হলে প্রকৃত সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। না হলে মাছ বিক্রেতা, চা বিক্রেতাও সাংবাদিক হিসেবে পরিচয় নেবে। এটা বন্ধ করার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজও চলছে। তবে এসব সুযোগ-সুবিধা পেতে হলে অবশ্যই প্রকৃত সাংবাদিক হতে হবে। সাংবাদিক ছাড়া কোনো সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ নেই।

এসময় প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার

ঘোষণা ডেস্ক : পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন! গোয়েন্দা সংস্থার হাতে এসেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *