শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে মরিচ হুলুদের গুঁড়ায় ভেজাল, তিন কারখানা সিলগালা

চট্টগ্রামে মরিচ হুলুদের গুঁড়ায় ভেজাল, তিন কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে করাতকলের কাঠের গুঁড়ার সঙ্গে রং মিশিয়ে মরিচ ও হলুদের গুঁড়া তৈরির দায়ে তিনটি কারখানা সিলগালা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (৫ জুন) দুপুরে খাতুনগঞ্জের সেবা গলির এসব কারখানা সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান। অভিযানের আগেই সটকে পড়েন তিন কারখানার মালিক।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান বলেন, অভিযানের সময় মরিচ ও হলুদের গুঁড়া জব্দ করা হয়। এ সময় দেখা যায় এসব হলুদ মরিচে কাঠের ভূষি, ক্ষতিকর রং মেশানো হয়েছে। আরো যাচাই করার জন্য হলুদ মরিচগুলোর নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযানের আগেই তিন কারখানার মালিক পালিয়ে গেছেন। মালিকের হদিস না পাওয়ায় কারখানা সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে দায়ী মালিকদের বিরুদ্ধে মামলা করা হবে।

নিরাপদ খাদ্য অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, খাতুনগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের সাথে আমাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

চট্টগ্রামে ইয়াবা বেচা-কেনায় কারারক্ষী!

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. শাহাব উদ্দিন (২৮) ও তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *