শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান

চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান

ঘোষণা ডেস্ক :আমদানি নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগে চট্টগ্রাম কাস্টমসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ মে) দুদকের চট্টগ্রাম অফিস থেকে এসব অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, চট্টগ্রাম কাস্টমস হাউজের কিছু কর্মকর্তার বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগ পায় দুদক। পরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম কাস্টম হাউজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদক সদস্যরা ওই অফিসের এআইআর শাখা থেকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানে পাওয়া তথ্য বিস্তারিতভাবে যাচাই করে কমিশনের সিদ্ধান্ত চেয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

Check Also

আ.লীগের শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি খুন

ঘোষণা ডেস্ক :বাংলাদেশের ছাত্র-জনতার প্রতিবাদ ও আন্দোলনের পতিত শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে দেশে ১৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *