শিরোনাম
Home / বিশ্ব / র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

আন্তর্জাতিক ডেস্ক :র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। বিধিনিষেধ তুলে দেয়া হচ্ছে বলে যে দাবি করা হচ্ছে সেটি মিথ্যা বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের পর দেশটির প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আগ্রহী।

তবে প্রশ্ন শেষ হওয়ার আগেই বেদান্ত প্যাটেল বলেন, ‘এসব দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্র র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এ বিষয়ে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতার প্রচার।’

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ভোরে তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়েন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত মঙ্গলবার তিনি ঢাকায় আসেন।

এই সফরে ডোনাল্ড লু সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন।

Check Also

জিম্মি জাহাজের অদূরে ইইউ নেভাল ফোর্সের যুদ্ধজাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক :ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’র অদূরে ইউরোপীয় ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *