নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে ৭ কোটি টাকার স্ক্র্যাপ লোহা এক কোটি ২১ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ মে) দুপুরে চট্টগ্রাম বন্দরের ভান্ডার শাখায় এ অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক।
দুদক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বন্দরে অভিযান চলাকালে ভান্ডার শাখার ৩১, ৩২, ৫৮, ৫৯, ও ৬০ নম্বর লটে লোহার স্ক্র্যাপসহ অন্যান্য মালামাল বিক্রির কাগজ, স্টক রেজিস্ট্রার, মুভমেন্ট রেজিস্ট্রার এবং স্টক করা মালামাল সরেজমিন পরিদর্শন করে দুদক। পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন দলের এক সদস্য।
এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম বন্দরের ভান্ডার শাখার ৭ কোটি টাকার লোহার স্ক্র্যাপ অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে মাত্র ১ কোটি ২১ লাখ টাকা বিক্রি করে অর্থ আত্মসাৎ করার একটি অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় সরেজমিনে ভান্ডার শাখা পরিদর্শন করা হয়। নানান ডকুমেন্ট পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এখন এ সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্রা সংগ্রহ এবং মালামালের ওজন পরিমাপ সাপেক্ষে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ের দাখিল করা হবে বলে জানান তিনি।