শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে পুলিশে চাকরী দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সোর্সের বিরুদ্ধে

চট্টগ্রামে পুলিশে চাকরী দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সোর্সের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে ডিবি পুলিশ অফিসার পরিচয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কথিত সোর্সের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার(১০ মে) সিএমপি পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী তানিয়া আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রামের একটি বেসরকারি ল্যাবে কর্মরত ভুক্তভোগী তানিয়া আক্তারের সাথে ল্যাবে পরিচয় হয় কথিত পুলিশের সোর্স সাব্বির খানের সাথে। সাব্বির খান নিজেকে ডিবির সিনিয়র অফিসার পরিচয় দিলে তানিয়া তার আপন ছোট ভাই মুজিবের জন্য কনস্টেবল পদে চাকরি পেতে সহযোগিতা চান। তখন সাব্বির শতভাগ সহযোগিতার কথা বলে ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবী করলে তানিয়া কয়েক দফায় চাহিত টাকা প্রদান করেন। টাকার গ্যারান্টিসরূপ সাব্বির আল আরাফাহ ইসলামী ব্যাংকের তার মা জুলেখা বেগমের সঞ্চয়ী হিসাবের একটি ২,৫০,০০০/- টাকার চেক প্রদান করেন। মায়ের নামীয় চেক কেন জানতে চাইলে তিনি বলেন পুলিশে চাকরী করার কারণে নিজ একাউন্টের চেক দেওয়ার সুযোগ নেই।

সাব্বির প্রতিশ্রুতি দিয়েছিলো ২০২৩ সালের
জুন- জুলাইয়ে ট্রেইনিং হবে এবং নভেম্বর- ডিসেম্বরের মধ্যে চাকরীতে নিয়োগ হয়ে যাবে। উল্লেখিত সময়ে ট্রেইনিংয়ে ডাক না পাওয়ায় দুঃচিন্তায় পড়ে যায় তানিয়ার পরিবার। কিছুদিন পরে তিনি জানান কনস্টেবল পদে মুজিবের চাকরী হয়ে গেছে। টেকনাফ হাইকো পুলিশ লাইনে ট্রেনিং হবে। সেজন্য ট্রেনিং-এর বরাদ্দকৃত পোশাক এবং বুট জুতা চলে এসেছে। সেগুলো একটি বাসের টিকেটসহ তাদের বাসায় পৌছে দিয়ে বলে ২৫/০১/২০২৪ইং তারিখ রাত ৯টায় যেন মুজিব টেকনাফের গাড়ীতে উঠে। তার কথা অনুযায়ী মুজিব দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন রয়েল কোচ কাউন্টারে গেলে কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারী জানায় এই টিকেট ভুয়া।

তখন তারা বুঝতে পারে তারা প্রতারণার শিকার। এরপর সাব্বিরের সাথে যোগাযোগের জন্য ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে খোঁজ নিয়ে তারা জানতে পারে সাব্বির নামের কোন লোক চট্টগ্রামের ডিবি কার্যালয়ে কর্মরত নেই। তিনি নিজেকে পুলিশের সোর্স পরিচয় দেন, তার বাসার ঠিকানা সংগ্রহ করে তার আছাদগঞ্জের বাসায় গিয়ে এই প্রতারণার বিষয়ে জানতে চাইলে তিনি কোন প্রশ্নের জবাব না দিয়ে বলেন ১ মাসের মধ্যে অর্থাৎ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারীর মধ্যে সব টাকা ফেরত দিবেন। এই বিষয়ে কাউকে কিছু না বলার অনুরোধ জানায়। পরে টাকা ফেরতের ১ মাসের স্থলে ৩ মাস পেরিয়ে গেলেও টাকাগুলো এখনো ফেরত না দিয়ে উল্টো ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

গোপনসূত্রে জানা যায়, নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে লোকজনের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন সাব্বির। তার দাবীকৃত টাকা না পেলে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে নানাভাবে হয়রানির অভিযোগও রয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে সাব্বির বলেন, তানিয়া টাকা পাবে সেটা সত্য, তার পাওনা টাকা জমি বিক্রি করে হলেও ফেরত দিয়ে দিবে। আজকাল করে ঘুরানোর কারণ জানতে চাইলে তিনি বলেন টাকা জোগাড় হলেই দিয়ে দিবেন।

 

Check Also

সিএমপির ৯ থানায় নতুন ওসির পদায়ন

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *