শিরোনাম
Home / চট্টগ্রাম / সড়কের নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে চসিক-সিএমপি

সড়কের নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে চসিক-সিএমপি

ঘোষণা ডেস্ক :নগরীতে সড়কের নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।

এ চুক্তির ফলে সড়ক অবকাঠামোর নকশা, নির্মাণ, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে উভয় সংস্থা একে অপরের সঙ্গে পরামর্শ করার সুযোগ তৈরি হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সিটি করপোরেশন এবং সিএমপি যানজটমুক্ত চট্টগ্রাম গড়তে একসঙ্গে কাজ করছে। ইতোমধ্যে উচ্ছেদ কার্যক্রমের কারণে শহরে যানজট কমেছে। এই চুক্তির আওতায় পারস্পরিক তথ্য আদান-প্রদানের মাধ্যবে আমরা নিরাপদ নগর পরিকল্পনায় আরও এগিয়ে যাব।

এতে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, তথ্যের এ আদান-প্রদান ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও বেশি বিজ্ঞানভিত্তিক ও গতিশীল করবে, ভূমিকা রাখবে সড়ককে আরও নিরাপদ করতে।

অনুষ্ঠানে বলা হয়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাংলাদেশের কোনো শহরের দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম চুক্তি স্বাক্ষরিত হলো। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেইফটি (বিআইজিআরএস) বিশ্বের ২৮টি শহরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও হতাহতের সংখ্যা কমাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

চট্টগ্রামেও বিআইজিআরএসের কারিগরি সহায়তায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশন ও নগর পুলিশ যৌথভাবে কাজ করবে। নগরীর সড়ক ব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনার তথ্য লিপিবদ্ধ করা এবং তদন্তের দায়িত্ব পুলিশের। অন্যদিকে নিরাপদ সড়ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যমান রাস্তাগুলো দেখভালের কাজটি সিটি করপোরেশনের।

এ চুক্তির মাধ্যমে উভয় সংস্থাই চট্টগ্রাম নগরীতে সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য তথ্য আদান-প্রদান এবং সমন্বয় করে কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং নগর পুলিশের উপ-কমিশনার (হেডকোয়ার্টার) আব্দুল ওয়ারিশ নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, আবুল হাসনাত মো বেলাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবর আলী, ফরহাদুল আলম, জসিম উদ্দিন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিআইজিআরএস চট্টগ্রামের কর্মকর্তা প্রমুখ।

Check Also

সিএমপির নতুন কমিশনার হাসিব আজিজ

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসিব আজিজ। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *