শিরোনাম
Home / চট্টগ্রাম / সিডিএর চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ

সিডিএর চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। তিনি বর্তমান চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের স্থলাভিষিক্ত হবেন। বুধবার(২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-৭ অনুযায়ী মোহাম্মদ ইউনুছকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। এর আগে ২০১৯ সালে নগর আওয়ামী লীগের সহ সভাপতি এম জহিরুল আলম দোভাষকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় ৩ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।

নিয়োগের প্রজ্ঞাপন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ ইউনুছ। তিনি বলেন, ‘প্রজ্ঞাপন হাতে পেয়েছি। চট্টগ্রামবাসীর দোয়া ও সহযোগিতা চাই। আমি একজন রাজনৈতিক কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। আগামী শুক্রবার চট্টগ্রামে এসে আপনাদের সঙ্গে কথা বলব।’

Check Also

চট্টগ্রামে অনুদানের নামে ফোন নম্বর সংগ্রহ করে কুপ্রস্তাব, হুজুরকে পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহের নামে নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *