শিরোনাম
Home / চট্টগ্রাম / নতুন করে ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না – জেলা প্রশাসক

নতুন করে ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না – জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম জেলায় নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না। বিদ্যমান ইটভাটা থেকে পর্যায়ক্রমে কমিয়ে এনে পরিবেশবান্ধবগুলো রাখা হবে। যাদের একাধিক ইটভাটা রয়েছে, চলতি বছরের মধ্যেই তাদের অন্তত ২৫ শতাংশ ভাটায় ব্লক তৈরি করে সরবরাহ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদফখরুজ্জামান।

তবে ভাটা মালিকরা বলছেন, দূষণবিহীন ইটভাটায় ব্লক ইট তৈরি করতে গিয়ে মালিকপক্ষ যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকারের নজরদারি প্রয়োজন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনাসভায় এসব বিষয় উঠে এসেছে। ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসরণ ও পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ আলোচনাসভা ইটভাটা মালিক সমিতির নেতাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) বলেছেন, জেলার বিভিন্ন উপজেলায় যেসব ইটভাটা রয়েছে, সেগুলোর মধ্যে কিছু কিছু ভাটায় ম্যানুয়ালি ও অটো পদ্ধতির পাশাপাশি ব্লক ইট তৈরি করা হচ্ছে। ভাটায় ব্লক ইট তৈরি করলে অন্য ইটভাটার মতো পরিবেশদূষণ হবে না।

বায়ুদূষণ রোধসহ পরিবেশবান্ধব ব্লক ইট তৈরির কোনো বিকল্প নেই। যাদের একাধিক ইটভাটা রয়েছে চলতি বছরের মধ্যেই তাদের অন্তত ২৫ শতাংশ ভাটায় ব্লক ইট তৈরি করে সরবরাহ নিশ্চিত করতে হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ইট তৈরি কার্যক্রম ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে। কৃষিজমির উর্বরতা বৃদ্ধি ও আশানুরূপ ফসল ফলানোর লক্ষ্যে টপসয়েল কর্তন থেকে বিরত থাকতে হবে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, ব্লক ইট তৈরির ছাড়পত্রের জন্য ইটভাটা মালিকরা প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন করলে তা শুনানি শেষে দ্রুততার সঙ্গে দেওয়া হবে। কোনো ধরনের বেগ পেতে হবে না। ছাড়পত্র পেলে বিদ্যুৎ সংযোগও দ্রুত সময়ে পাওয়া যাবে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ ব্যাপারে সহযোগিতা  করবে।

Check Also

থানার ওসি পরিচয়ে শো-রুম থেকে টিভি-ফ্রিজ হাতিয়ে নেওয়া সেই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের আনোয়ারায় থানার ওসির নাম ভাঙ্গিয়ে দুটি ইলেকট্রনিক্স শো-রুম থেকে সুকৌশলে ফ্রিজ, স্মার্ট …