শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে শিশুর মৃত্যু: চিকিৎসককে পিটিয়ে আইসিইউতে পাঠাল স্বজনরা, গ্রেফতার  ৬

চট্টগ্রামে শিশুর মৃত্যু: চিকিৎসককে পিটিয়ে আইসিইউতে পাঠাল স্বজনরা, গ্রেফতার  ৬

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসককে মারধর করেছে রোগীর স্বজনরা। রোববার (১৪ এপ্রিল) নগরের ওআর নিজাম রোডের মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। হাসপাতালের ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আহত চিকিৎসক রিয়াজ উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন। তিনি মেডিকেল সেন্টারে এনআইসিইউর কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।

ইয়াসিন আরাফাত বলেন, শনিবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে এক বছর বয়েসী একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়, সে শ্বাসকষ্টে ভুগছিল। রাতে পিআইসিইউতে রাখার পর সকালে তাকে এনআইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। রোববার সকাল ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

তিনি বলেন, রোববার বেলা ১১টার দিকে শিশুটির বাবা লোকজন নিয়ে এনআইসিইউর সামনে চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মারধর শুরু করেন। পরে আহত অবস্থায় ডা. রিয়াজ উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

এদিকে শনিবার বেলা ১১টায় হাসপাতালের সিসি ক্যামেরার কিছু ফুটেজ কালবেলার হাতে এসেছে। ফুটেজে দেখা গেছে, প্রথমে শিশুর কয়েকজন স্বজন কেবিনের ভেতর ঢুকে ওই চিকিৎসকের ওপর চড়াও হয়। পরে একে একে অনেকেই ওই চিকিৎসকের ওপর হামলা শুরু করে। তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। কালো শার্ট ও চোখে চমশা পড়া এক যুবক তার মুখে-মাথায় আঘাত করে। হামলা থেকে বাঁচতে তিনি বারবার কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রায় ১৮-২০ জনের হামলায় তিনি তা পারেননি। একপর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেই অবস্থায়ও হামলা বন্ধ করেনি রোগীর স্বজনরা। উল্টো পেট-বুকসহ সারা শরীরে লাথি মারতে থাকেন সবাই। একপর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, শিশুটি সীতাকুণ্ড উপজেলার বিএম ডিপো এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুমন। চিকিৎসককে মারধরের ঘটনায় রোববার রাতে মেডিকেল সেন্টারের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে। সেখানে শিশুটির বাবা এবং অজ্ঞাত আরও ১৮-২০ জনকে আসামি করা হয়।

এদিকে চিকিৎসক পেটানোর অভিযোগে করা মামলায় প্রধান সন্দেহভাজনসহ ৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতরাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. আখতারুজ্জামান। তিনি বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে।

Check Also

সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *