শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে ধর্ষণের পর ৭ বছরের শিশুকে হত্যা: ধর্ষক ও খুনীকে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রামে ধর্ষণের পর ৭ বছরের শিশুকে হত্যা: ধর্ষক ও খুনীকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে ধর্ষণের পর ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ধর্ষক ও খুনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মীর হোসেন (৩৭) নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।সোমবার(১ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর ফলমন্ডি এলাকার একটি ডাস্টবিন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

মরদেহ উদ্ধারের ১০ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সহকারী কমিশনার অতনু চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মেয়েটি তার মায়ের সঙ্গে ভিক্ষাবৃত্তি করত। রোববার রাত ১২টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। সোমবার রাতে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পরে মেয়েটির মা মরদেহ শনাক্ত করে।’

তিনি আরও বলেন, ‘মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীর রক্তে ভেজা ছিল এবং হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মীর হোসেন ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেছেন।

Check Also

কর্ণফুলীর তীরে মিললো স্কুলছাত্রের মরদেহ, ৪ সহপাঠী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে রাহাত ইসলাম (১২) …