শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন: আসবাব পুড়লেও ভল্ট অক্ষত

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন: আসবাব পুড়লেও ভল্ট অক্ষত

চট্টগ্রামে রাইফেল ক্লাবের ইউসিবি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির কিছু আসবাব ক্ষতিগ্রস্ত হলেও মূল্যবান ভল্টটি অক্ষত রয়েছে। এছাড়া এ ঘটনায় আহত ফায়ার সার্ভিসের এক কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকালে এসব বিষয় নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়। এসময় আমাদের এক কর্মী আহত হয়েছেন। তবে আগুনে ব্যাংকের বড় কোনো ক্ষতি হয়নি।’

এদিকে ইউসিবি ব্যাংকের জুবিলি রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যাংকের ভল্ট অক্ষত রয়েছে। আগুনে নগদ টাকার কোনো ক্ষতি হয়নি।’

স্থানীয়রা জানান, ইফতারের সময় ভবনের ভেতর থেকে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে হঠাৎ ভেতরে একটি শব্দ হয়। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে।

Check Also

চট্টগ্রামের চন্দনাইশে সিগারেট থেকে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০ 

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে …