শিরোনাম
Home / প্রেস বিজ্ঞপ্তি / সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ হামলা: বিএফইউজে

সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ হামলা: বিএফইউজে

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তথ্য চাইতে যাওয়া এক সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার (৯ মার্চ) সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশিদ এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

কারাগারে যাওয়া ওই সাংবাদিকের নাম শফিউজ্জামান রানা। তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা সংবাদদাতা। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে বন্দি।

সাংবাদিক নেতারা এ ঘটনাকে ‘স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তারা সাংবাদিক শফিউজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সরকারি কাজে বাধা, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও অসদাচরণের কথিত অভিযোগে গত মঙ্গলবার নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।

Check Also

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ ১৪ ডিসেম্বর

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। এর আগে দেশের বিচারকদের উদ্দেশে …