শিরোনাম
Home / প্রেস বিজ্ঞপ্তি / সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ হামলা: বিএফইউজে

সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ হামলা: বিএফইউজে

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তথ্য চাইতে যাওয়া এক সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার (৯ মার্চ) সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশিদ এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

কারাগারে যাওয়া ওই সাংবাদিকের নাম শফিউজ্জামান রানা। তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা সংবাদদাতা। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে বন্দি।

সাংবাদিক নেতারা এ ঘটনাকে ‘স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তারা সাংবাদিক শফিউজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সরকারি কাজে বাধা, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও অসদাচরণের কথিত অভিযোগে গত মঙ্গলবার নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।

Check Also

বন কর্মকর্তার ১৭ স্ত্রী: শাস্তির দাবিতে মানববন্ধনে স্ত্রীরা

বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেয়া, বিমানবালা হিসেবে সুযোগ কিংবা সম্পত্তি দেয়ার প্রলোভনে প্রতারনার মাধ্যমে …