শিরোনাম
Home / অপরাধ / অবৈধ চিকিৎসা বন্ধে স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে- স্বাস্থ্যমন্ত্রী

অবৈধ চিকিৎসা বন্ধে স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে- স্বাস্থ্যমন্ত্রী

গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের দায়িত্বে থাকা চেয়ারম্যান ও সংসদ সদস্যরা যদি সে সমস্ত জায়গা পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করেন এবং আমাদের মন্ত্রণালয়কে জানান, তাহলে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিবো।

মন্ত্রী বলেন, আমি এ ব্যাপারে সংসদে আগেও বলেছি এখনও গণমাধ্যমে বলছি স্থানীয় নেতৃত্বে থাকা জনপ্রতিনিধিরা এ বিষয়ে আমাদেরকে অবহিত করুন। আমরা দ্রুত ব্যবস্থা নিবো।

এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহিঃবিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। এসময় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এছাড়াও হাসপাতালের নানা সঙ্কট নিয়ে সেখানকার কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।

হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, ওসমানী হাসপাতালে আমি আগেও এসেছি। এখন একটা দায়িত্ব নিয়ে আবার আসলাম। হাসপাতাল পরিদর্শন করে যা দেখলাম তা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না। আমাদের উপজেলা হাসপাতালগুলোতে কনসালটেন্ট, মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক দিতে হবে। উপজেলা পর্যায়ে জনবল বাড়ালে ওসমানী হাসপাতালের মাটিতে শুয়ে চিকিৎসা নিতে হবে না। আমি সেই লক্ষে কাজ শুরু করবো। একদিনে সব পারবো না। তবে আমি পর্যায়ক্রমে সবগুলো সমস্যা সমাধানে পদক্ষেপ নেবো।

Check Also

গুম ও জুলাই-আগস্টের গণহত্যায় সম্পৃক্ত : শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

ঘোষণা ডেস্ক : গুম ও জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *