চট্টগ্রামে আইমান রশিদ নামে এক পুলিশ সদস্যের ভাইকে অপহরণের পর মারধর ও মুক্তিপণ দাবি ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ ৮জনের নামে আদালতে মামলা করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে মামলা করেন আইমান রশিদের বাবা হুমায়ুন রশিদ। মামলায় পাঁচ পুলিশ কনস্টেবলসহ ৮ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন: পুলিশ কনস্টেবল নুর মোহাম্মদ, আবিদ আল মাহমুদ, আরিফ হোসেন, টিপু দাশ ও নুরনবী। তাদের মধ্যে নুরনবী নগর পুলিশে, অপর ৪জন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত। তাদের সহযোগী সাইফুল ইসলাম, মো. রুবেল ও অপু পাল।
জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল এলাকা থেকে আইমান রশিদ নামে একজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কয়েকজন পুলিশ সদস্য। পরে আইমানের গায়ে পুলিশের সোয়েটার দেখে তাকে জেরা করে অপহরণকারীরা। আইমানের ভাই নোমান রশিদ পুলিশে কর্মরত আছে জানানোর পর অপহরণকারীরা সে বিষয়ে খোঁজখবর নেন। এ বিষয়ে নিশ্চিত হয়ে কয়েক ঘণ্টা পর নগরীর সিআরবি এলাকায় তাকে নামিয়ে দেয়া হয়।
এ বিষয়ে বাদীর আইনজীবী জুবাইর আলম বলেন, ‘আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’