যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সাথে দেশ ও জাতির শান্তি কামনায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো দরবারে মূসাবীয়ার ৭৭তম পবিত্র খোশরোজ শরীফ। শনিবার (২রা মার্চ) নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলস্টেশন সংলগ্ন পাক দরবারে মূসাবীয়ার আস্তানা শরীফে আধ্যাত্মিক জগতের মহান সাধক অলিকুলের সম্রাট হুজুরে আজম- কেবলা বাবা–আশরাফুল আউলিয়া- আল্লামায় রহমানী আবুল মুনির আল মোকাররম হাওলাপুরী হজরত মাওলানা শাহ ছুফি শায়খ মূসা আহমদুল হক ছিদ্দিকী (কঃআঃ) প্রকাশ দরবারে মূসাবীয়ার খোশরোজ শরীফ উদযাপিত হয়।
বাদে ফজর খতমে কুরআন ও দরবারে মূসাবীয়ার সলিকা মোতাবেক সালাতুছালাম, মিলাদ ও এবাদতে সেমা’র মাধ্যমে শুরু হওয়া ওরস মাহফিলের প্রধান আকর্ষন দরবারে মূসাবীয়া সালানা জলসায় বিভিন্ন দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ’র আলোকে আলোচনা করেন। এছাড়াও দেশের বিভিন্ন এলাকা হতে হাজার হাজার মুরিদান, আশেকান, ভক্ত অনুরাগীদের জমায়েত ও আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।আস্তানায়ে পাক দরবারে মূসাবীয়ার নায়েবে মোন্তাজেম ও হজরত মূসাবীয়া বাবাজান এর দৌহিত্র শাহজাদা শেখ মোহাম্মদ মঈন উদ্দিন ছিদ্দিকী এবং শাহজাদা শেখ মোহাম্মদ খাইরুল্লাহ মুনির ছিদ্দিকীর তত্ত্বাবধানে পাক দরবারে মূসাবীয়া এন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় ওরশ শরীফের সালানা জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্তানায় পাক দরবারে মূসাবীয়ার সাজ্জাদানশীন মোন্তাজেমে দরবার পীরে ত্বরিকত আলহাজ্ব সুফি শেখ মোহাম্মদ তৈয়ব উল্লাহ ছিদ্দিকী ( মঃজিঃআঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে পাক শাহজাদা ফয়সাল, আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী, আওয়ামী যুবলীগ নেতা আজিমুল হক খান, আ ন ম শফিউল আলম শফি নগরী আলিমুল্লাহ চৌধুরী প্রমুখ।
দরবারে মূসাবীয়ার সালানা জলসায় উপস্থিত বক্তারা বলেন আধ্যাত্মিক জগতের মহান সাধক মূসাবীয়া বাবাজান মাইজভান্ডার দরবার শরীফের হজরত গাউসুল আজম হজরত কেবলা মাইজভান্ডারি ও বাবা ভান্ডারী কেবলায়ে আলমের রুহানি ফয়েজ প্রাপ্ত আল্লাহ পাকের মকবুল বান্দা ছিলেন। তিনি কঠোর সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছেন এবং সেই নৈকট্য লাভের পথটুকু আমাদের কে দেখিয়ে দিতে আস্তানায়ে পাক দরবারে মূসাবীয়া প্রতিষ্ঠা করেন। তিনি শরিয়ত,ত্বরিকত,হাকিকত, এবং মারফতসহ এলমে তাসাউফ শিক্ষা দিয়ে গেছেন। পরে সারা বিশ্বে সকল মুসলিম উম্মাহর উপর আল্লাহ পাকের শান্তি ও রহমত কামনায় বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় । এসময় হাজার হাজারো মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।