শিরোনাম
Home / অপরাধ / রিজভীকে খুঁজছি, শিগগির গ্রেপ্তার: ডিবিপ্রধান

রিজভীকে খুঁজছি, শিগগির গ্রেপ্তার: ডিবিপ্রধান

ঘোষণা ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার(৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হারুন অর রশীদ বলেন, রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি।

রিজভীকে উদ্দেশ্য করে ডিবিপ্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করে। উনি হুটহাট বের হয়ে প্রায়ই দেশবিরোধী কথা বলে।একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করে।তাকে খুঁজে পেলেই গ্রেপ্তার করা হবে। এসব কথা রাষ্ট্রবিরোধী।

Check Also

বন কর্মকর্তার ১৭ স্ত্রী: শাস্তির দাবিতে মানববন্ধনে স্ত্রীরা

বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেয়া, বিমানবালা হিসেবে সুযোগ কিংবা সম্পত্তি দেয়ার প্রলোভনে প্রতারনার মাধ্যমে …