শিরোনাম
Home / সারাদেশ / সাংবাদিকরাই ভোটকেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা: ইসি রাশেদা

সাংবাদিকরাই ভোটকেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা: ইসি রাশেদা

ঘোষণা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার কাজ করবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

ইসি রাশেদা বলেন, নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করতে পারিনি। এক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার কাজ করবেন।

এ নির্বাচন কমিশনার বলেন, সাংবাদিকরা ভোটকেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করতে পারবে। তবে এক্ষেত্রে যেন ভোট কার্যক্রমে কোনো ক্ষতি না হয়, সেটি বিবেচনায় রাখতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

Check Also

ভোট দেখতে পর্যবেক্ষকদের দিতে হবে এইচএসসি সনদ

ঘোষণা ডেস্ক :সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে চাইলে এইচএসসি সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে …