শিরোনাম
Home / সারাদেশ / গার্ডের পোশাকের মতো কাপড় পরা ব্যক্তি ট্রেনে আগুন দেয়, ধারণা আহত নুরুলের

গার্ডের পোশাকের মতো কাপড় পরা ব্যক্তি ট্রেনে আগুন দেয়, ধারণা আহত নুরুলের

ঘোষণা ডেস্ক : ট্রেনের গার্ডের পোশাকের মতো কাপড় পরা দুই ব্যক্তি মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে বলে ধারণা করছেন এ ঘটনায় আহত নুরুল হক ওরফে আব্দুল কাদের (৫৩)। অগ্নিকাণ্ডের আগে ওই ব্যক্তিরা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বগির মধ্যে ঘোরাফেরা করছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আহতদের দেখতে ঢাকা মেডিকেলে এলে নুরুল হক তার এ ধারণার কথা জানান।

তিনি বলেন, ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর বিমানবন্দর থেকে কমলাপুরের উদ্দেশ্যে রওনা করে। মহাখালী আসার আগে দেখতে পাই দুজন ব্যক্তি ট্রেনের গার্ডের পোশাকের মতো কাপড় পরিহিত অবস্থায় হাতে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বগির ভেতরে ঘোরাফেরা করছিল। যেহেতু ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল, তাদের ট্রেন থেকে নেমে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার ধারণা, তারাই আগুন লাগিয়ে পাশের বগি দিয়ে পালিয়ে যায়।

আগুন দেখতে পেয়ে নাখালপাড়া এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পড়ি এবং আহত হই— বলেন নুরুল হক।

তারা কি গান পাউডার দিয়ে আগুন লাগিয়েছে— জানতে চাইলে নুরুল হক বলেন, ‘আমি দেখতে পাইনি তারা গান পাউডার দিয়ে নাকি অন্যকিছু দিয়ে আগুন দিয়েছে।’

আহত নুরুল হক ওরফে আব্দুল কাদের হামিম গ্রুপের পরিবহন শাখার প্রশাসনিক কর্মকর্তা। তার গ্রামের বাড়ি নেত্রকোণায়, থাকেন ঢাকার তেজগাঁওয়ে। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, নেত্রকোণা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারী শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হলেও বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় শনাক্ত হওয়া দুজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Check Also

গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার

ঘোষণা ডেস্ক : পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন! গোয়েন্দা সংস্থার হাতে এসেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *