শিরোনাম
Home / রাজনীতি / সব নেতাকে মুক্তির প্রস্তাবেও নির্বাচনে আসতে রাজি হয়নি বিএনপি: কৃষিমন্ত্রী 

সব নেতাকে মুক্তির প্রস্তাবেও নির্বাচনে আসতে রাজি হয়নি বিএনপি: কৃষিমন্ত্রী 

ঘোষণা ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে পরিকল্পনার অংশ হিসেবেই জেলে রাখা হয়েছে বিএনপি নেতাদের। তাদের নির্বাচনে আসার জন্য বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার প্রদানকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

ড. আবদুর রাজ্জাক বলেন, নির্বাচনে এলে ছাড় দেওয়ার প্রস্তাবে রাজি হয়নি তারা। নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টার কমতি নেই।

একরাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি বলে মন্তব্য করেন ড. আবদুর রাজ্জাক।

Check Also

টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা

ঘোষণা ডেস্ক : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো …