ঘোষণা ডেস্ক : গাজায় চলমান গণহত্যা এবং মানবাধিকার ইস্যুতে বিশ্বমোড়লদের দ্বিচারিতার প্রতিবাদে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে চট্টগ্রাম কোর্ট হিলে সামাজিক ও মানবিক সংগঠন মানবতার মঞ্চের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মুহিউদ্দীন চৌধুরী জিকুর সভাপতিত্বে এবং এডভোকেট আদনান জাফরান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দীন।
মানববন্ধনে মূখ্য আলোচক ছিলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য মুনির চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন, এডভোকেট মঞ্জুর আলম, রুবেল হোসেন নীল, জসিম মঞ্জু, জায়েদুর রহমান, এডভোকেট কামাল উদ্দিন খাঁন, সাংবাদিক মুফাচ্ছিরুল হক, আবু বকর মোহাম্মদ তামিম, এডভোকেট এনায়েতুল করিম, অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশে বক্তব্য রাখেন – কৃষ্ণ কান্তি ধর, সুজন দাশ এবং রুবেল মজুমদার প্রমূখ।
বক্তারা গাজায় চলমান মানবাধিকার ইস্যুতে আমেরিকা সহ বিশ্বমোড়লদের দ্বিচারিতার তীব্র প্রতিবাদ জানান। বক্তারা আরো বলেন – বিশ্বমোড়লের কাছে জাতি ও অঞ্চল ভেদে গণতন্ত্রের ও মানবাধিকারের সংজ্ঞায় ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে।