শিরোনাম
Home / অর্থনীতি / স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না : বিজিএমইএ সভাপতি

স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না : বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক : দেশের পোশাক খাতের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে নানা ধরনের চাপ আসছে বলে জানিয়েছেন পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান। সঙ্কট উত্তরণে এ খাতের সব অংশীদারদের সহযোগিতা চেয়েছেন তিনি। বিজিএমইএ সভাপতি বলেছেন, ‘ইউএস থেকে ইস্যু আছে আপনারা দেখেছেন যে প্রেসিডেন্ট মেমোরেন্ডাম সাইন করেছেন, ইউরোপীয় ইউনিয়নের তারাও ভিজিট করে গেছেন, তারও প্রেশার। ক্রেতারা এরই মধ্যে ক্লজ দিয়ে গেছে যে, স্যাংশন হলে পেমেন্ট তো দূরের কথা তারা গুডস নেবে না, গুডস দিলেও পেমেন্ট দেবে না। এই ক্লজে আমাদের ব্যাংক এলসি খুলবে না ।

মঙ্গলবার(৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর খুলশিতে স্টকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Check Also

যৌথ বাহিনীর অভিযান : ২৬ দিনে সারাদেশে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

ঘোষণা ডেস্ক : অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে ২৬ দিনে সারা দেশে ২৪৩টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *