শিরোনাম
Home / অপরাধ / গাড়িতে পত্রিকার স্টিকার লাগিয়ে মাদক পরিবহন, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাড়িতে পত্রিকার স্টিকার লাগিয়ে মাদক পরিবহন, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারকারে দুই যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ৯টার সময় চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় ২০ হাজার ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ । এসময় মাদক পরিবহণে ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- ইরফানুল হক (৩২), শাহেদুল ইসলাম প্রকাশ শাহেদ (২৯)।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল করিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার  মো. আরিফ হোসেনের নেতৃত্বে আজ রাত ৯টার সময় চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার যমুনা ক্লাবের সামনে চেক পোস্টা বসানো হয়।  এসময় প্রেস ও ‘দৈনিক ইনফো বাংলা’র স্টিকার লাগানো ১টি নোহা গাড়িকে দাঁড়ানোর সংকেত দিলে গাড়িটি পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। পরে  উক্ত গাড়িটি তল্লাশি করে ইরফানুল হক ও শাহেদুল ইসলামের নিকট থেকে বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রেস স্টিকার যুক্ত গাড়িটি জব্দ করা হয়।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Check Also

চট্টগ্রামে সাবেক ভ্যাট কর্মকর্তার ৫ তলা বাড়ি ক্রোকের আদেশ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জে সাবেক আবগারী ও ভ্যাটের সহকারি কমিশনার নাসির উদ্দিন ও তার …