শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা

চট্টগ্রামে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা

ঘোষণা ডেস্ক :বেশি দামে গরুর মাংস বিক্রি করায় চার দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বহদ্দারহাট কাঁচাবাজারে তদারকি অভিযানে এই  জরিমানা করা হয়।

সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, ঢাকায় গরুর মাংস ৫৮০-৬০০ টাকা বিক্রি হচ্ছে কিন্তু বহদ্দারহাটে অভিযানে কোনো দোকানে হাড় ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৯০০ টাকা। কোনো দোকানে ৮০০ টাকা। আবার হাড়সহ গরুর মাংস ৬৫০ টাকা বিক্রি হচ্ছে। তাই চারটি দোকানকে জরিমানা করা হয়েছে ১১ হাজার টাকা। এ সময় তাদের সতর্ক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ।

Check Also

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা  গ্রেপ্তার

ঘোষণা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার …