শিরোনাম
Home / সারাদেশ / গরুর মাংসের দাম কেজিতে কমলো ২০০ টাকা

গরুর মাংসের দাম কেজিতে কমলো ২০০ টাকা

ঘোষণা ডেস্ক : দেশে গত এক মাসে গরুর মাংসের দাম কমেছে ব্যাপক হারে। চাহিদা কমে যাওয়ায় এক মাসের ব্যবধানে রাজধানীতে গরুর মাংস পাওয়া যাচ্ছে কেজিতে ২০০ টাকা কমে। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়।

দাম কমায় বিক্রিও বেড়েছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ ঠিক থাকলে দাম আরো কমবে।

রাজধানীর লালবাগ, নয়াবাজার, মিরপুরসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। পলাশী ও হাতিরপুলে মিলছে ৬৫০ থেকে ৬৮০ টাকা কেজিতে।

এক ক্রেতা বলেন. আমাদের জন্য এখন এটা অনেক সহনীয়।

এক মাস আগেও কেজিপ্রতি গরুর মাংসের দাম ছিল ৮০০ টাকার ওপরে। এতে কমেছে চাহিদা, ফলে বিক্রিও কমে যায়। বাধ্য হয়ে কম লাভেই মাংস বিক্রি করতে হচ্ছে রাজধানীর বিক্রেতাদের।

এদিকে, দেশের খামারে উৎপাদন ভালো হওয়ায় কমেছে গরুর দামও।

ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন বলেন, মাংসের দাম এখন কমে এসেছে। কোনো কোনো দোকানে ৫৫০ টাকা বিক্রি করছে, কোথাও ৬০০ টাকায় বিক্রি করছে। আবার কেউ ৭০০ টাকাও বিক্রি করছে। আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, একটা দাম নির্ধারণ করে দিলে সব শ্রেণির মানুষ এ সুবিধাটা ভোগ করতে পারবে।

Check Also

অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫৭৯ কর্মকর্তা

ঘোষণা ডেস্ক :মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাঠ পর্যায়ের উপ-পরিচালক থেকে উপ-পরিদর্শক পর্যায়ের ৫৭৯ জন কর্মকর্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *