শিরোনাম
Home / রাজনীতি / নৌকার টিকিট পেতে চেয়ারম্যান পদ ছাড়লেন আইজিপির ছোট ভাই

নৌকার টিকিট পেতে চেয়ারম্যান পদ ছাড়লেন আইজিপির ছোট ভাই

ঘোষণা ডেস্ক : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমিন)।

রোববার (১৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নিজেই।

চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাল্লা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি সুনামগঞ্জ-২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে।

এ বিষয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, দিরাই-শাল্লার জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দেবেন, নিরাশ করবেন না।

Check Also

উড়োজাহাজ বানানো জুলহাসের পাশে তারেক রহমান, দিলেন প্রতিশ্রুতি

ঘোষণা ডেস্ক : উড়োজাহাজ বানিয়ে সারাদেশে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা। ২৮ বছর বয়সী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *