শিরোনাম
Home / চট্টগ্রাম / জামায়াত- বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের আগের রাতে চট্টগ্রামে ২ গাড়ীতে আগুন

জামায়াত- বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের আগের রাতে চট্টগ্রামে ২ গাড়ীতে আগুন

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা একটি বাস ও একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাতে নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক ও চান্দগাঁও থানার বহদ্দারহাট সিডিএ মডেল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে বহদ্দারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, ‘বহদ্দারহাট এলাকায় একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে ৯টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘বহদ্দারহাট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে ওই স্থানে দাঁড়িয়ে ছিল। পরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন আমাদের। এরপরও আগুন লাগার পেছনে কোনও নাশকতা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে।’

অপরদিকে, কর্ণফুলী থানার নতুন ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় আগুনে পুড়েছে একটি পিকআপ।

এ প্রসঙ্গে আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক এম এ মালেক বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পিকআপটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে রাত ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাটারির শর্টসার্কিট থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে পিকআপটিতে আগুন লাগে। চালক বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লেগেছে।’

Check Also

সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *