শিরোনাম
Home / চট্টগ্রাম / ভারতীয় ভিসা আবেদন সেন্টার চট্টগ্রাম শাখা এখন সিডিএ অ্যাভিনিউতে

ভারতীয় ভিসা আবেদন সেন্টার চট্টগ্রাম শাখা এখন সিডিএ অ্যাভিনিউতে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারটি নাসিরাবাদের সিডিএ এ্যভেন্যুস্থ সিটি সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পূর্ব নাসিরাবাদের সিডিএ এভিনিউ’র সিটি সেন্টারে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ ভিসা সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, উন্নত ও নান্দনিক পরিবেশের অত্যাধুনিক এই নতুন কেন্দ্রটি চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ করবে এবং স্বাচ্ছন্দ্য বাড়াবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এবং এসবিআই বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার।

ভারতীয় হাইকমিশনের পক্ষে বাংলাদেশে আইভ্যাকগুলো পরিচালনা করে বৈশ্বিক নেতৃস্থানীয় ব্যাংক ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’। আর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিশ্বের বৃহত্তম ভিসা আবেদন কেন্দ্র।

Check Also

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *