শিরোনাম
Home / জাতীয় / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৭ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৭ জানুয়ারি

ঘোষণা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, সরকার বার বার অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার কথা বলেছে। আমরা নির্বাচন কমিশনও সেই লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছি।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিলে কেন্দ্রে কেন্দ্রে ভারসাম্য সৃষ্টি হয়। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রসঙ্গ উল্লেখ করে জানান, বার বার আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিএনপিসহ কিছু দল সংলাপে অংশ নেয়নি। সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর মতৈক্য ও সমঝোতা প্রয়োজন। আপনারা সংঘাত ও সহিংসতা পরিহার করুন।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। সেই হিসাবে বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ২৯ জানুয়ারি।

Check Also

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা

ঘোষণা ডেস্ক :প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *